সোমবার সকাল ১১টায় রাজধানীর কাকলী বাসস্ট্যান্ডে স্মার্ট ল্যাম্পপোল স্থাপনের উদ্বোধন করেন মেয়র মো. আতিকুল ইসলাম।
দেশের মোবাইল ফোন টাওয়ার স্থাপনকারী বাণিজ্যিক প্রতিষ্ঠান ই-ডটকো বাংলাদেশ এটি স্থাপন করে।
প্রতিষ্ঠানটির মতে ‘টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট সকলকে একসাথে নিয়ে দেশের নাগরিকদেরকে নির্বিঘ্ন নেটওয়ার্ক সংযোগ ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বহুমুখী স্মার্ট ল্যাম্পপোল স্থাপনের এটি প্রথম সম্মিলিত প্রয়াস। এধরনের স্মার্ট ল্যাম্পপোলের মাধ্যমে আশেপাশের এলাকায় বিনামূল্যে ওয়াইফাই, নিরাপত্তা নজরদারী, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্মার্ট বিন, রিয়েল টাইম এয়ার কোয়ালিটি মনিটরিং করা যাবে।’
মেয়র আতিকুল বলেন, ডিএনসিসিকে একটি স্মার্ট সিটিতে রূপান্তর করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় বাইসাইকেল রাইড শেয়ারিং চালু করা হয়েছে।
‘২০২১ সালের ১ জানুয়ারি থেকে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন ইত্যাদি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে,’ বলেন তিনি।
আগামী চার মাসের মধ্যে ‘সবার ঢাকা’ অ্যাপ উদ্বোধন করা হবে জানিয়ে মেয়র বলেন, খুব দ্রুত আমরা স্মার্ট এলইডি লাইট স্থাপন করতে যাচ্ছি। আমরা সবকিছুতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছি। যার ধারাবাহিকতায় ‘ডিজিটাল গরুর হাট’ উদ্বোধন করা হয়েছে।
ডিএনসিসি মেয়র বলেন, ‘ডিএনসিসির নগর ভবনের দোতলায় একটি কমান্ড সেন্টার স্থাপন করা হবে। নাগরিক সেবা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কমান্ড সেন্টার থেকে নগরের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা যাবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যাবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জহুরুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই এবং ইডটকো বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।